বাংলা ছেড়ে বাঁচো
আসাদজামান
না দেখলে সূর্যটা ঠিক এই বাংলায় বসে
গরুরটানে লাঙল ফলায়, জমি চষে চষে।
মন ভেঙে যায় ভেতরে, ভাঙে যেমন কাঁচও
তুমি ওহে! কেমন মানুষ,বাংলা ছেড়ে বাঁচো!
সবুজ আমার দেহ ধরো, হৃদয়ের রঙ লাল
স্বপ্ন আমার কাদাজল,আর জেলেদের জাল।
নতুন করে তবে আমায় বলো কি হে! যাচো?
তুমি ওহে! কেমন মানুষ,বাংলা ছেড়ে বাঁচো!
খুব সকালে শিশির আঁধার না দেখলে চোখ
তুমি কি আর সত্যি বলো বাংলাদেশের লোক!
গা এলিয়ে রৌদ্রতাপে সরিষার তেল মাখো?
তুমি ওহে! কেমন মানুষ,বাংলা ছেড়ে বাঁচো!
শীতের পুঁটি কুমড়ো বড়ি,লাউ টাকির ঝোল
নিজের ভাষায় কথা বলা ঢোলের নানা বোল!
গামছায় খালের জলে, কভু কি মাছ ছাঁকো?
তুমি ওহে! কেমন মানুষ,বাংলা ছেড়ে বাঁচো!
০৩.১২.২০২১