নলডাঙ্গায় বিরল প্রজাতির দুটি কচ্ছপ উদ্ধার, বারনই নদীতে অবমুক্ত
নলডাঙ্গা নাটোর নিউজ:
একসময় এ অঞ্চলে বহুল বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত বিরল প্রজাতির কচ্ছপ স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় কড়ি কাঠ্যা তা আজ বিলুপ্তির পথে। এমনই বিলুপ্ত প্রজাতির দুই কচ্ছপ উদ্ধার করা হয়েছে আজ বুধবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলায়। উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় বিবিসিএফ এর সদস্যরা এ কচ্ছপ দুটি উদ্ধার করে।
বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের সহায়তায় আজ বুধবার দুপুরে উপজলার বাঁশিলা মধ্যপাড়ার আনোয়ার হোসেনের ছেলে তানসিল আহম্মেদ এর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিরল প্রজাতির এই কচ্ছপ দুটি উদ্ধার করা হয়।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার সুখময় সরকার জানান, অপরাধী তার অপরাধ শিকার করা এবং ভবিষ্যতে আর এরকম কাজ করবে না মর্মে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া বন্যপ্রানী নিয়ে অবৈধ কার্যকম বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।