সিংড়ায় নৌকার মাঝি নাছিরের উঠান বৈঠক
সিংড়া (নাটোর) সংবাদদাতা
আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় কলম নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কলম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, সহ-সভাপতি ওসমান গনি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, এমদাদুল হক কালু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রকিব, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ, ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হক কাজল, ইউপি সদস্য জহুরুল হক, শফি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম জুলহাস, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মখলেছুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল গণি, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তোফা, সাধারণ সম্পাদক দুলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শায়োখ, কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন, শ্রমিক নেতা মকুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য লোককে কলম ইউনিয়নে নৌকার মাঝি উপহার দিয়েছে। নাছির উদ্দিন কোনো অন্যায় করে না, ঘুষ খায় না, এমন নেতা কলম ইউনিয়নে দরকার। তিনি নির্বাচিত হলে সন্ত্রাসী, মাদক, অন্যায়, চুরি-ডাকাতি বন্ধ হবে।