Homeজেলাজুড়েবড়াইগ্রামে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রামে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রামে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রাম নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।কৃষক এবং মিলারগন কোনোরকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফরোজা পারভীন,বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, এই আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৯৯৬ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে কেজিপ্রতি ৪০ টাকা দরে ৩১৯৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments