Homeবিনোদনগোপালপুরে ৪ ডিসেম্বর নতুন আঙ্গিকে প্রদর্শিত হবে নাটক -"শহীদ সাগর"

গোপালপুরে ৪ ডিসেম্বর নতুন আঙ্গিকে প্রদর্শিত হবে নাটক -“শহীদ সাগর”

নাটোরের গোপালপুরে নতুন আঙ্গিকে প্রদর্শিত হবে নাটক শহীদ সাগর

নাটোর নিউজ: নাটোরের গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে এক নতুন আঙ্গিকে প্রদর্শিত হতে যাচ্ছে নাটক শহীদ সাগর। অন ১৯৭১ সালে নাটোরের গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে যে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। সেই ঘটনাকে স্মৃতিপটে রেখে শহীদ সাগরের করুন কাহিনী আবর্তিত হয়েছে। এবং এক ভিন্ন আঙ্গিকে তা পরিবেশিত হতে যাচ্ছে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ রইল।

“যে মাটির উপর দাঁড়িয়ে আছি, এই মাটিতে আজও মিশে আছে আমার ভাইয়ের রক্তের ঘ্রাণ। হাসনাহেনার চেয়েও তীব্র সে ঘ্রাণ আমি পাই আজও প্রতিটি মুহুর্তে।  কান পাতলেই শত-হাজার-লক্ষ প্রাণের ডাক শুনি আজও পদ্মার পাড় থেকে বয়ে আসা বাতাসের শব্দের ভেতর। ”

নাটক – “শহীদ সাগর”
প্রদর্শনী – ০৪ ডিসেম্বর ২০২১, শনিবার, সন্ধ্যা ০৬ টা।
স্থান – নর্থবেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠ, গোপালপুর, লালপুর, নাটোর।
গণহত্যার পরিবেশ থিয়েটার  শহীদ সাগর
রচনা ও নির্দেশনা- সৈয়দ মামুন রেজা
পরিবেশনা- জেলা শিল্পকলা একাডেমি, নাটোর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments