Homeগুরুত্বপূর্ণনাটোরের ১৫ ইউপির ৫ টিতে নৌকা, বিএনপি-৪, আ'লীগ বিদ্রোহী-৬

নাটোরের ১৫ ইউপির ৫ টিতে নৌকা, বিএনপি-৪, আ’লীগ বিদ্রোহী-৬

তৃতীয় ধাপে নাটোরের ১৫ ইউপির ৫ টিতে নৌকা, বিএনপি-৪, আ’লীগ বিদ্রোহী-৬

স্টাফ রিপোর্টার, নাটোর নিউজ:
নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।

আমাদের বাগাতিপাড়া সংবাদদাতা জানান,  রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ টি ইউনিয়নের আওয়ামীলীগের ২, আওয়ামীলীগের বিদ্রোহী ১ এবং বিএনপির ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। পাঁকা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নয়েজ উদ্দিন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেকবর হোসেন (ঘোড়া)। জামনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী শাহ আলম ( আনারস)। বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের প্রার্থী মজিবুর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হানিফুর রহমান (চশমা)। ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এসএম লেলিন (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী আবুল কালাম (আনারস)। দয়ারামপুর ইউপিতে আওয়ামীলীগের মাহাবুর ইসলাম মিঠু (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস)।

এদিকে লালপুর সংবাদদাতা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকা, দুটিতে বিএনপি (স্বতন্ত্র) এবং ৫ টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে লালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা), ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ রঞ্জু (বিএনপি), চংধুপইলে রেজাউল করিম রেজা (নৌকা), আড়বাব ইউপিতে মখলেছুর রহমান (বিদ্রোহী), ওয়ালিয়ায় নূরে আলম সিদ্দিক (বিদ্রোহী), এবি ইউনিয়ন গোলাম মোস্তফা আসলাম (বিদ্রোহী), বিলমাড়িয়া ইউপিতে সিদ্দিক আলী মিষ্টু (বিএনপি), দুড়দড়িয়া তোফাজ্জল হোসেন (বিদ্রোহী), কদিমচিলান ইউপিতে আনসারুল ইসলাম (বিদ্রোহী) এবং দুয়ারিয়া ইউপিতে নুরুল ইসলাম লাভলু (নৌকা)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments