বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গুরুদাসপুর, নাটোর নিউজ:
নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মজনু আলী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন শুকুর আলী নামের আরো এক পথচারী। শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে উপজেলার গুরুদাসপুর-নয়াবাজার রোডের দেবদার মোড় নামকস্থানে । নিহত মজনু আলী ও আহত শুকুর আলী পাচশিশা গ্রামের বাসিন্দা। বেপরোয়া মোটরসাইকেল চালক ছিলেন উপজেলার কালাকান্দর মহল্লার রেজাউল করিমের ছেলে শাহরিয়ার আহম্দে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নয়াবাজার থেকে গুরুদাসপুর মূখী একটি মোটরসাইকেল বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসছিলো। দেবদার মোড় নামকস্থানে পৌছালে রাস্তা দিয়ে হেটে যাওয়া দুই পথচারীকে সজরো ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে আহত দুই পথচারীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মজনু আলী মৃত্যু বরণ করেন। অপরদিকে আহত শুকুর আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানাগেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন দুর্ঘটনায় মজনু নামের পথচারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।