Homeসাহিত্যঅসিত কর্মকার এর কয়েকটি কবিতা

অসিত কর্মকার এর কয়েকটি কবিতা

সাফ সাফ বলছি || অসিত কর্মকার

আমার মুখ থেকে
সব কথাই শুনতে চাইবেন না
শুনলে হয়তো
সরকারে মিশে থাকা প্রয়াত শাসকের চামচার শরীরে
বৃষস্কন্ধের লোগো সাঁটা কোর্টের গল্প অথবা
রাষ্ট্র চাটাদের অপকীর্তির কাহিনী জেনে যাবেন,তখন
আপনাদের মনের ভিতরে জমানো খণ্ড খণ্ড মেঘ
একত্রে বজ্রমূর্তি ধারণ করে
হয়তোবা রুলিং পার্টির উপরে ঝেড়ে দিবেন,তাই
আমার মুখ থেকে
কোনো কথাই শুনতে চাইবেন না আর

১৯-১১-২০২১ ইং

লুতুপুতু || কর্মকার

লুতুপুতু নেতার ‘পরে কতোটা;
মানুষ কতোটা রেগে গেলে বলে ফ্যালে
কাঠের খড়ম দিয়ে পিটাবো রে শালা-

মনে হয় তাতেও
ঐ সব ক্ষিপ্ত মানুষের মিটবে না
মিটবে না মনের জ্বালা-

লুতুপুতু নেতার ‘পরে কতোটা;
মানুষ কতোটা রেগে গেলে বলে ফ্যালে
কাঠের খড়ম দিয়ে পিটাবো রে শালা-

হে নাগরিক,
নাগরিক-ই তো সরকার
তোমরা কী জানো?

২১-১১-২০২১ ইং

হাসিলের নেশা || কর্মকার

ফ্রকের বোতাম কামড়াতে কামড়াতে খুকুমণি
ভার্জিন রূপ হলেপরে আপেল কামড়ানোর সাধ জাগে,
আপেলে অরুচি হলে
অ্যাপেলের আইফোনে জিভে বশ মানে
তারও সাধ মিটে গেলে নেশা চড়ে ল্যাপটপে খুব,
পৃথিবী তো এ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে
নেটে নেটেই তো দুরালাপোনি
ল্যাপটপ সামান্য ব্যাপার
এতে আত্মীয় হোক কিংবা বিজাতীয়
হাসিল করাও তো এক নেশা,
নেশার ঘোরেই যে হারিয়ে যায় লাল টিপ…

২৬-১১-২০২১ ইং

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments