#মৃত্যু_আমার_শান্তির_আরাধনা
রফিকুল কাদির
……………………………………………..
যদি আর একজনও কাঁদে
তবে এ মানব জনম দিয়ে
কি করবি তুই
তারচেয়ে ভালো মরে যা
লোকে কাপুরুষ বলুক
অযাচিত বালখিল্য হোক পরিশোধিত ভাগাড়ে
ভালোবাসার ত্রাস, সন্ত্রাস নিলয়ের গহীনে নিয়ে
চলে যা অতলে
আমার যারা বন্ধু
আমার যারা প্রতিবেশী
আমার যারা ভাই
আমার যারা বোন
যাদের আমি দাদা, কাকা, পিসিমা বলি
যারা আমায় বুকে নিয়ে হৃদয়ের তন্ত্রী শোনায়
যে বুক সকল অন্ধকার স্তব্ধ করে ভালোবাসার গান গায়
সেখানে আমি সন্দেহের সুর শুনতে পাই
আমার জেগে ওঠা জমিন চাষের অযোগ্য হয়ে যায়
বেড়ে ওঠা আগাছার লেলিহান শিখায়
আমি মরে যাই
১৮-১০-২০২১