বিশাখা
মোহাম্মদ সেলিম
বিশাখা আমার প্রেমিকা ছিল।
প্রেমে তুমুল মাতোয়ারাকালে
আমি নিহত হলাম।
আততায়ী চকচকে ইস্পাত ছুরি
বসিয়ে দিলো হৃদপিণ্ডে আমার।
এরপর লাশকাটা ঘরে
মাতাল ডোম যখন আমার কপালে
হাতুরীর আঘাত হানে,
ভাবলাম-
পৃথিবীর লেনদেন শেষ হয়েছে।
পারিনি-
ও আমাকে ভুলে যেতে দেয়নি।
পৃথিবীর ফুলেরা বলেছে-
ভালবাসা ভুলে যেতে নেই।
আমি তাই জেগে আছি।
কত কত বছর পরে-
এক উন্মাতাল উৎসবে
মাতোয়ারা বিশাখাকে দেখে
ভুলে যেতে ইচ্ছে করে আজ।
ভালথেকো বিশাখা-
পৃথিবীর পাখিদের মত।