জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, কারাদণ্ড
নাটোর নিউজ: নাটোর জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর-এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থী আটক করা হয়েছে। অজ শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ তারিখ নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর-এর রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে বঙ্গবন্ধু ভবনের ৪০২ নং কক্ষে ফয়সাল আহমেদ (২৫) নামে একজন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয়।
নাটোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরিফ জামান জানান, আটককৃত ভুয়া পরীক্ষার্থী ফয়সাল আহমেদকে কক্ষ পরিদর্শকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উক্ত কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত জনাব মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি), নাটোর সদর, অভিযোগটি ঘটনাস্থলেই মোবাইল কোর্টে আমলে গ্রহণ করেন এবং অভিযুক্ত ব্যক্তির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ বিধি লঙ্ঘন করার অপরাধে তাকে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।