নাটোরে পুলিশের হাতে ৩ ছিনতাইকারী আটক
নাটোর:
নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকায় মোবাইল ও টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছেন থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে শহরের তেবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন, শহরের তেবাড়িয়া ঊচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী ও ঐ এলাকার মৃত বাবুল প্রামানিকের ছেলে সুমন আলী(২৫), একই এলাকার মজনুর ছেলে বিপব (৩০) ও শুকুর আলীর ছেলে রাকিব (৩০) ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তেবাড়িয়া হাট এলাকার এলাকার বিকাশ এজেন্ট আব্দুস সালাম দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তিন ছিনতাইকারী পথরোধ করে ৯৪ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । পুলিশ খবর পেয়ে তাৎক্ষণাৎ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ।একই সঙ্গে তেবাড়িয়া ঊচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী সুমন আলীর নিকট থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইলটগুলো উদ্ধার করেন।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু সাদাত বলেন, আটক তিন ছিনতাইকারীকে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।