Homeজেলাজুড়েবাগাতিপাড়ায় বিয়ে হয়ে যাওয়ায় ১৫ মাদ্রাসা ছাত্রী দাখিল পরীক্ষা দিচ্ছে না 

বাগাতিপাড়ায় বিয়ে হয়ে যাওয়ায় ১৫ মাদ্রাসা ছাত্রী দাখিল পরীক্ষা দিচ্ছে না 

বাগাতিপাড়ায় বিয়ে হয়ে যাওয়ায় ১৫ মাদ্রাসা ছাত্রী দাখিল পরীক্ষা দিচ্ছে না

স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় একটি মাদ্রাসার সব পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গত ১৪ নভেম্বর থেকে শুরু  হওয়া পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার ১৫ শিক্ষার্থীরা অংশ নেয়নি।

বৃহস্পতিবার হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায়ও তারা অনুপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা জানায়,এ বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫টি মাদ্রাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীর ওই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু প্রতিদিন কেন্দ্রে ৮৩ জন উপস্থিত হয়। অনুপস্থিত ১৫ পরীক্ষার্থীর সবাই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, তার কেন্দ্রে ৫টি মাদ্রাসার ৯৮ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র  বিতরণ করা হয়।  বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপারকে কেন্দ্র ফি বকেয়া রেখে ১৫ জন পরীক্ষার্থীর সব প্রবেশপত্র দেওয়া হয়েছে।
মানবিক গ্রুপের দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই মাদ্রাসা থেকে কেউ অংশ নেয়নি।

মাদ্রাসা সুপার আব্দুর রউফ  জানান, করোনা মহামারিতে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রবেশপত্র পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীর পরীক্ষায় অংশ নিতে বলেছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments