নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নাটোর নিউজ
নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, পণ্যের মান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের যে সকল দপ্তর নিয়োজিত রয়েছেন, তারা সবসময় সঠিক দায়িত্ব পালন করলে ভোক্তা অধিকার থেকে বঞ্চিত হবেন না। তাই সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ এর কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়া যারা ভোক্তা তাদেরকে পণ্যের মান নিশ্চিতকরনে অভিযোগ করবার জন্য উৎসাহিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধি এনজিও উদ্যোক্তা সকলে উপস্থিত ছিলেন।