আরজ আলী মাতুব্বর
জাহিদুল মাসুদ
আমি কেবল বই পড়ি বলে নয়
আমি খুব সহজ সরল মানুষ
সোজা পথে চলি
কেউ আমার কোন ক্ষতি করলেও
আমি কোন প্রতিবাদ করিনা বলে
কোনদিন আমার কোন শত্রুর জন্ম হয়নি।
কিন্তু আরজ আলী মাতুব্বর,
এই কঙ্কালসার বৃদ্ধটি
আমার শত্রু হয়ে গেলেন।
সুন্দর একটা পৃথিবী ছিল আমার
রঙিন ফুলের সুবাস ভরা বাগানের মতো
সুন্দর একটা পৃথিবী।
কিন্তু এই হাড় জিরজিরে বুড়োটা
আমার সমস্ত পৃথিবীটাকে উল্টো করে ধরে
আমাকে শূন্যে ঝুলিয়ে দিলেন।
আমি এখন দুই কান দিয়ে কিছু শুনতে পাইনা
আমি এখন দুই ঠোঁট দিয়ে কিছু বলতে পারিনা
আমি এখন দুই চোখ দিয়ে কিছুই দেখতে পাইনা।
আমি এখন এতটাই অন্ধ যে
আমি এখন নিজেকেই চিনতে পারিনা।
সবাই যখন ঋজু আত্মবিশ্বাস নিয়ে
পৃথিবীকে বিচার করে
জীবনকে বিচার করে
মৃত্যুকে বিচার করে
ঈশ্বরকে বিচার করে
আমি তখন হাত থেকে খসে পড়া
কাঁচ-পাত্রের শত খন্ডিত টুকরো, দ্বিধাগ্রস্ত।
পাঁজি বুড়োটা আমাকে
এমন মূর্খ বানিয়ে দিয়েছেন।