Homeসাহিত্যকবি দেবাশীষ সরকার এর কবিতা আমার এই অন্ধকার

কবি দেবাশীষ সরকার এর কবিতা আমার এই অন্ধকার

আমার এই অন্ধকার
দেবাশীষ সরকার
আমার পিপাসার অদৃশ্য মরীচিকা- সুখ-দু:খের নির্যাস এখন অধোরষ্ঠে।
নীহারিকা! তোমার হৃদয় থেকে আমার পানে বিচ্ছুরিত আলো রওনা হয়েছে কতো কোটি বছর আগে, বলতে পারো ?
কিন্তু জানো, তোমার কৌতুহলী ঘনিষ্ঠতা আমাকে করেছে উন্মাদ।
বিচ্ছিন্ন অথচ নিরপেক্ষ প্রণয় লীলার স্পর্শে গভীর রাতে আমি- আমি তোমার সাথেই যাই মিশে।
হয়তো ক্ষয়প্রাপ্ত পৃথিবীটা একদিন ধিরে ধিরে বদলে যাবে,
বদলে যাবে তোমার আমার অবয়ব,
কিন্তু আজকের যে স্পর্শ, চুম্বন, রাত্রী শেষের স্ফিত হাসি, মাতাল হাওয়ার পরশ, অন্ধকারের দাপাদাপি, একরাশ বিষন্ন দীর্ঘশ্বাস তুমি ভুলে যাবে ? বদলে যাবে সব ?
নিহরীকা!
তোমার বিচ্ছুরিত আলো কবে আসবে ? অর্ধনগ্ন অভুক্ত রক্তের কথা কে বলবে? অশ্লীল এ আঙ্গিনায় ওরা নি:শ্বাস নেবে কি করে..?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments