Homeজেলাজুড়েনাটোরে ভেজাল গুড় উৎপাদনে লক্ষ টাকা জরিমানা

নাটোরে ভেজাল গুড় উৎপাদনে লক্ষ টাকা জরিমানা

নাটোর নিউজ: ভেজাল গুড় উৎপাদন, সংরক্ষণ ও বিপননের দায়ে নাটোরের লালপুরে এক গুড় উৎপাদককে গতকাল রোববার রাতে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল গুড় উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযুক্ত গুড় উৎপাদক আনোয়ারা বেগম নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সন্ধ্যায় ঐ গ্রামে অভিযান পরিচালনা করে আনোয়ারা বেগমের কারখানা থেকে ২১ হাজার কেজি ভেজাল গুড়, এক হাজার কেজি লালি গুড়, দেড় হাজার কেজি চিনি, ২০ কেজি ডালডা এবং ৩০ কেজি ফিটকিরি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করে আসছিলেন।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আখতার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঐ অর্থদন্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যবসায়ী জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি লাভ করেন।এছাড়া জব্দকৃত চিনি নিলামে ৮৪ হাজার টাকায় বিক্রি করে ঐ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments