Homeজেলাজুড়েনাটোরে পথ নাটক মঞ্চস্থ

নাটোরে পথ নাটক মঞ্চস্থ

নাটোর নিউজ: নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আদিবাসীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তাদের চিন্তার উৎকর্ষ সাধনের প্রত্যয় নিয়ে “হার না মানা আমেনা” পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সদর উপজেলার আদিবাসি অধ্যুষিত এলাকা শংকরভাগ কলেজ মাঠের শহীদ মিনারের পাদদেশে এই নাটক মঞ্চস্থ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “বিপন্নের পাশে আমরা” এর উদ্যোগে ইঙ্গিত থিয়েটারের পরিবেশনায় “হার না মানা আমেনা” নাটকটি দেখতে ভীড় করে স্থানীয় আদিবাসী শিক্ষার্থী, নারী ও পুরুষ এবং অন্যান্য ধমার্লম্বরীরাও।

হাফিজুর রহমান হাফিজ রচিত নাটকটি সুখময় রায় বিপ্লুর প্রযোজনায় অনুষ্ঠিত হয়। সমাজের কুসংস্কার ও নারীর প্রতি অবহেলা অবমাননা এবং নারী নিযার্তনের সচিত্র রুপ ভেসে ওঠে নাটকটিতে। তবে সেই ধারনা থেকে বেড়িয়ে আসলে নারীরাও হতে পারে সমাজ উন্নয়নের অন্যতম মাধ্যম সেই শিক্ষাটিও দর্শক পান নাটক থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments