দ্বি-কোণমিতি
বিনয় কর্মকার
হাসপাতালপাড়া জুড়ে, গল্পগুলোই এমন;
দ্বৈতসত্তা খেলা করে, ডাক্তার-রোগীর পেট ও পকেট।
ওদিকে ঝিলিক চোখে চেয়ে থাকে ফার্মেসি।
আর;
মৃত্যুশোক পাশকাটিয়ে হেসে ওঠে কফিন সজ্জিত প্রতিটি দোকান।
বানিশান্তার মেয়েটা কেমন
অবলীলায় বলে গেল,
শরীর খারাপের দিনগুলোতেই
আমরা ভালো থাকি!
আর-তোমরা; শরীর ভালো থাকার দিনে।