বিশ্বাস করো
রাজু বিশ্বাস
কিছুই তো ছিল না আমার
স্থাবর অস্থাবর যা কিছু
তোমারই দেওয়া
তুমি দিয়েছ নিদ্রাহীন রাত
যন্ত্রণার নিখাত স্বরলিপি
যা দিয়ে রোজ নিজের
শবযাত্রার গান লিখি আমি
তুমি একটা আস্ত সমুদ্র দিয়েছ
যার জলের প্রতিটা ফোঁটায়
বিষণ্ণতার গরল
একটা আকাশ দিয়েছ
গর্ভে যার অনঙ্গ অন্ধকার
বিশ্বাস করো
এতো কিছুর দরকার ছিল না আমার..