Homeসাহিত্যকবি রহমান হেনরী এর কবিতা সেইসব দিনে

কবি রহমান হেনরী এর কবিতা সেইসব দিনে

সেইসব দিনে

রহমান হেনরী

 

একেকটা প্রেম ভেঙে গেলে

অন্তত দশ বছর বেড়ে যেতো আয়ু

 

আমরা তখন দিনমান

ভাঙারির দোকানে: বিজ্ঞানী ও গবেষক

বেছে বেছে কিনতাম সম্ভাবনাময় খণ্ডিতাংশ

 

এভাবে, পুনর্নির্মিত একটা

সাইকেলে চেপে

কয়েক বছর: ঈশ্বরগঞ্জ-ত্রিশাল-ফুলবাড়ি-গৌরিপুর

কাচিঝুলি টু সুতিয়াখালি,

সানকিপাড়া টু ব্রহ্মপল্লী

মিন্টু কলেজের পাশ দিয়ে গাঙ্গিনার পাড়; দূর্গাবাড়ি-আমলাপাড়া হয়ে মৃত্যুঞ্জয়ী স্কুল গলিতে এসেই,

হাপিয়ে যেতো বেচারা দ্বিচক্র-বেক্কল!

 

বিদ্যাময়ী স্কুলের বিকেলে, কবিতা এখন হয়তো আর

সে রকম চর্চিত হচ্ছে না। প্রিয় ছাত্রছাত্রিদের মধ্যে পার্থ-সমীরণ, বিথী, তুলসি কিংবা আরও অনেকেই কি আজকাল অস্ট্রেলিয়ায়?

আমার সেই স্মৃতিকাতর সাইকেলের কোনও একটা খণ্ডাংশ

হয়তো টাউন হল চত্বরে কিংবা গোলকিবাড়িতে

এখনও অশ্রু-মরিচা মোছে, পুরনো ন্যাকরায়;

 

অথচ

উনত্রিশ বছরেও, আর কোনও ভাঙারির দোকানে

খুঁজে পাচ্ছি না তার বাকি অংশগুলোর কোনটাই!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments