আলো-আঁধারের খেলা
গোলাম কিবরিয়া
আমার মনের আকাশ জুড়ে
তারা ভরা আলো,
নীল আকাশের পাদদেশে
পাহাড় দেখাই ভালো।
নিশি শেষে ভোর আকাশে
সূর্য যেমন ভালো,
বাদল দিনে বৃষ্টি তেমন
মধুর লাগে আরও।
অমাবস্যার রাতে যেমন
আধার আরও কালো,
পূর্নিমাতে মানায় ভালো
জোস্নাভরা আলো।