নাটোরে অনির্দিষ্টকালের জন্য চলছে পরিবহন ধর্মঘট
স্টাফ রিপোর্টার নাটোর:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের মতো নাটোরেও চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে এমন সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
এদিকে সকাল থেকেই বিভিন্ন স্থানে দেখা যায়, গাড়ির জন্য অপেক্ষা করছে মানুষজন। কিন্তু ধর্মঘটের কারণে রাস্তায় গণপরিবহনের খুব একটা উপস্থিতি দেখা যায়নি। এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকে সিএনজি ও রিকশায় করে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে এ জন্য তাদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। সাধারণ মানুষ বলছেন, তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ধর্মঘটে ভোগান্তি কিছুটা হচ্ছে বটে কিন্তু সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বহুগুণ। এমনিতেই লাগামহীন দ্রব্যমূল্যের দাম তার উপর মড়ার ওপর খাঁড়ার ঘা হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি!! কোথায় যাবে তারা এমন প্রশ্ন সাধারণ মানুষের।