নাটোর নিউজ,গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের জীব বৈচিত্র রক্ষার্থে চলনবিল অধ্যষিত সকল এলাকায় অবৈধ পাখি শিকার বন্ধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এ সময় বক্তরা উপজেলার চলনবিল অধ্যষিত এলাকায় অবৈধ পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযানের ভুয়সী প্রশংসার কথা উল্লেখ্য করে বলেন, দুনিয়ায় জীব বৈচিত্র রক্ষার্থে প্রকৃতিতে পাখিদের যে, অগ্রণীয় ভূমিকা রয়েছে সেটা অবহিতকরণে চলনবিল অধ্যষিত সকল ইউনিয়নের জনসচেনতামূলক প্রচার প্রচারণা চালানোর কথার বলেন। পাশাপাশি পাখি শিকার দন্ডনীয় অপরাধ জেনেও যারা নানা কৌশল অবলম্বণ করে অবৈধভাবে পাখি শিকার করছে সেটা রোধ করতে অবিলম্বে কার্যকর নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করার কথা তুলে ধরেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল, প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মস্তফা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের শিক্ষকগণ, সাংবাদিকগণ,পরিবেশবাদী কর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।