Homeসাহিত্যকবি দেবব্রত সরকার এর কবিতা নষ্ট সময়

কবি দেবব্রত সরকার এর কবিতা নষ্ট সময়

নস্ট সময়

দেবব্রত সরকার

 

যারা টিকে আছে তাদের শত্রুবোধ ছিলো

তুমি যোদ্ধা অদৃশ্য শত্রু তোমার চারপাশে।

যুদ্ধই পারে কেবল মাত্র অস্তিত্বের স্মারক হতে,

যে তোমাকে ভালোবাসে তাকেও

সন্ধেহের চোখে রেখে,

জিইয়ে রেখো শত্রু বোধ

জানো তো ঐ বোধ এখন চারিদিকে।

না না তুমি নিজেকে পৃথক ভেবেই না।

সমাজ নামক নষ্ট কাঠামো ঘিরে ধরেছে তোমাকে

খুব পরাক্রম শক্তি নিয়ে ঘৃণা ছুড়ছে

অবিরত তোমারই দিকে।

শত্রুবোধ এখন সময়ের দাবী, দেখছো চারদিকে।

পরম বলে কিছু নেই আর,

নিরাকার ঈশ্বরের হাত নেমে আসবে না ঐ আকাশ থেকে।

তোমার চিৎকার হাহাকার কেউ শুনবে না,

মৃত ঈশ্বরের প্রার্থনায় আর কত থাকবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজনীতি, এসব ছিলোই তো,

একদল মানুষ সারা বছর বলে যাচ্ছে কাফের হত্যা করো হত্যা করো।

কে কাফের, কেন কাফের, কাফের আসলে কি?

দেশের ভেতরে আরেক দেশ, ঘৃণা ছড়ানো করুণ দেশ।

এসো একটু বোধের খেলা খেলি,

বন্ধু কি আর ছুড়ি চালায় বুকে ও গলায়,

শত্রু এখন চারিদিকে, বোধ টা একটু বাড়াও,

একটু শত্রু বোধটা বাড়াও,

যোদ্ধা হয়েই জীবনের লেন্থ একটু হলেও বাড়াও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments