Homeজেলাজুড়েনাটোরে ডিপিএফ এর উদ্যোগে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরে ডিপিএফ এর উদ্যোগে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোর নিউজ: নাটোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২১ পালন করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।

সোমবার বিকাল সাড়ে ৩টায় শহরের সাহারা প্লাজা হল রুমে ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন সরদার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন ও অন্যদের মধ্যে যুব ও যুবা উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া জুম অনলাইনের মাধ্যমে সরাসরি ডিপিএফ সদস্যবৃন্দ ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে নাটোর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ যুব দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপিএফ সদস্য মোস্তাফিজুর রহমান টুটুল ও মেহনাজ পারভীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments