Homeসাহিত্যকবি মুসা আকন্দ এর কবিতা তোমার আচর

কবি মুসা আকন্দ এর কবিতা তোমার আচর

তোমার আচর

মুসা আকন্দ

তোমা হতে যেদিন নিলাম বিদায়,

চুপিচুপি বললে কষ্ট পেয়েছো মনে?

 

আমি চিৎকার করে বলেছিলাম,

ভালোবাসার সঙ্গে দহন চেপেছি বুকে,

তুমি এবার বললে ক্ষমা করো আমায়,

এবার আমি চুপিসারে কে তুমি?

তোমায় ক্ষমা করবো কোন সূত্রে,

ভালোবাসার সাথে নিয়েছি দহন,

চাওয়া পাওয়া দিয়েছি কবর,

তুমি ভালো থেকো লক্ষীটি ঈশ্বর’কে বলি।

 

জীবনের ক্লান্ত লগ্নে যদি পড়ে মনে,

চোখে অশ্রু নয়,

হাসিমুখে আমার নামটি লিখে রেখো মরুদ্দানে।

 

বটবৃক্ষের ছায়াতলে যেথায় আনন্দ উল্লাসে

মেতেছিলাম চা হাতে,

সময় পেলে একবার এসে রেখো

তোমার পদচিহ্ন,

বৃক্ষের গায়ে আচর কেটো দু একটি অক্ষর,

পরবর্তী প্রজন্ম জানবে তুমি কতটা সার্থপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments