মিনতি
আগমণী ধর
কি দিয়ে মন ভরাবো তোর!
দিনমান ভেবে কাটাই
ভাবি রাত্রি ভোর।
মনের জোরে বাঁচি আমি
বাঁচিস জানি তুই,
দেহ তোর ছুঁইনি আমি
শুধুই মনটা ছুঁই।
সারাক্ষণ মনের ঘরের
বন্ধ রাখিস দোর—
বল না,
কি দিয়ে মন ভরাবো তোর!
বদলে যায়রে সময় শুধু
স্মৃতি রয় বেঁচে,
জনম জনম কিছু মানুষ
ছুটে স্মৃতির পিছে।
সে মানুষ তুই কি তবে
মনে স্মৃতির ঘোর—–
বল না সত্যি খুলে
কি দিয়ে মন ভরাবো তোর?
দিনমান ভেবেই ব্যাকুল
ভাবি রাত্রি ভোর।