স্টাফ রিপোর্টার, নাটোর: মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে।
আজ শুক্রবার সকালে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহন করছে। বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে খেলোয়াড়দের অংশগ্রহনে একটি মাদক বিরোধী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।