হাওয়ার স্রোতে ভাসি
আসাদ জামান
যাচ্ছে সময় দিনে দিনে কেমন যেন পাল্টে
থাকছে না আর আগের মত সরল তালটে।
কুটিলতার বিষবৃক্ষে উঠছে সমাজ বেড়ে
অবাক চোখে চেয়ে,আসছে কেমন তেড়ে।
থেকে থেকে মনে যেন উথলায় দেশপ্রেম
নিজের মধ্যে প্রশ্ন জাগে কোত্থেকে এলেম?
আমরা কেবল নগ্ন, হাওয়ার স্রোতে ভাসি
সত্যিকারেই যাচ্ছি ভুলে ভালোবাসাবাসি।
চিন্তার খোরাক জোটায়,তোমায় আমায়
দিনে দিনে কেমন যেন পাল্টে যাচ্ছে সময়।