সোনার মতন পারাপার
আজাদুর রহমান
ইরিধানের জমিন,
বাবা হারা হেমন্ত
চোখে শর্সে ফুলে লেগে থাকা
শিশিরের মত অস্রুজল,
পাতা থেকে পাতা খসে পড়ে
একটুও শব্দ হয় না এমন শান্তিতে,
হেলায়, অবহেলায় দিন সরে যায়।
নদী সেই কোন আদ্যিকাল থেকে
সাধু মেলে বসেছে একা
সন্ধার নিরব হাওয়ায়।
প্রজাপতি পাখা মেলবে
উড়ে যাবে ফুলের প্রাচীন মধুতে
চেয়ে চেয়ে ম্লান হবে চাঁদ-এই সব
দেখাদেখির মধ্যে তিনি আছেন।
তার রুপ ঝলকে আসে ঝলকে যায়
সেই রুপে স্বরসতী দোলে
লক্ষী এসে ঘরে করে সংসারে
তাকে দেখা যায় না,
তিনি আসেন, ফিরে যান ঝলকে।