নাটোরে হিন্দু মহাজোটের সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নাটোর নিউজ
সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরে হিন্দু মহাজোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে সংগঠনের সদর উপজেলাসহ সকল উপজেলা কমিটি, জেলা স্বর্নকার সমিতি. ইস্কন, রবিদাস সমিতিসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে। এছাড়া একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি ভাস্কর বাগচী, যুব মহাজোটের সভাপতি দেবাশীষ সরকার দেবু,পশুপতি দাস, অসীম কুমার মন্ডল, রাজন, আশা রানী, প্রিয়া রানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজা মন্ডপ, কুড়িগ্রামের উলিপুর মন্দির বান্দরবানের লামা মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে ও মন্ডপে ভাংচুর, সংখ্যালঘুদের বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। তারা সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে তা রাষ্ট্র বিরোধী বলে উল্লেখ করে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন। এছাড়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে নাটোরের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।