নাটোর নিউজ সিংড়া :নাটোরের সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী বলেছেন, সম্প্রীতির এই দেশে যার যার ধর্ম তাই তাই পালন করবেন। কোন সমস্যা হলে আমাদের অবগত করবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
বৃহষ্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার দাস।