ফিরিয়ে দাও
মল্লিকা বড়ুয়া
রাতের চাঁদ টাকে মনে হয় সুর্য
সুর্য টাকে চাঁদ
এভাবেই তো যাচ্ছে জীবন
কাটছে দিনরাত।
কোথায় আকাশ
মাটির সাথে যার ছিল মিতালি
কোথায় পাহাড়
ঝর্ণার সাথে যার প্রেম
ছিল উথালি-পাতালি।
নদী আর সাগরের কথা
কিই বা বলি
নদী আর নদী নেই
চিক চিক করে শুধু ই বালি।
খেটে খাওয়া মানুষের পেটে
নেই ভাত
দুঃসহ ক্ষুধার জ্বালায়
কাটে বিষন্ন রাত।
অসুখে ঔষধ নেই
পথ্য নেই ঘরে
সন্তানের মুখে খাবার দিতে
বাপ পরানে মরে।
ধরণী, মা আমার
আবার আগের মতো হও
নিঃশ্বাস নিতে দাও
বুক ভরে,
বাচঁতে দাও আমাদের
এই পৃথিবীর প’রে।
ফিরিয়ে দাও শিশুর হাসি
মায়ায় ভরা মুখ
ফুল বাগানে ফুলের হাসি
ঝলমলিয়ে উঠুক।
অরণ্য, ফিরিয়ে দাও
সবুজ পৃথিবী
দাও ফিরিয়ে
নির্মল নিঃশ্বাস।
ফিরিয়ে দাও আমাদের
নীলাভ নীলাকাশ
শরতের রঙে রাঙিয়ে দাও
নিঃসর্গ মহাকাশ। ।