Homeসাহিত্যকবি সালেহীন বিপ্লব এর মিথিলা সংক্রান্ত জটিলতা

কবি সালেহীন বিপ্লব এর মিথিলা সংক্রান্ত জটিলতা

মিথিলা সংক্রান্ত জটিলতা

সালেহীন বিপ্লব

 

জোসনাস্নাত শরীর কিঙবা পরাবাস্তবগাহনে ক্যাফেইন থাকলেও, আমার নিকোটিন দরকার। একটু নিকোটিন তাই সেই বান্ধবিকে খুঁজি যে শিখিয়েছিলো কোন ধরনের অন্তর্বাসে কি সুবিধা। এক এর সাথে এক কি করলে এক’ই হয়। মায়াবতী কাউকে দেখলেই যে বলতো -দ্যাখ দ্যাখ কি চোখ, কি গাল আহা মায়া! আর আমি তাকিয়ে দেখতাম, তার বলার ভঙ্গি উতলা ঠোঁট প্রতিটি রোমকূপগভীরতার গল্প জানালেও, সে কখনো শেখায়নি নিরাপদ যৌথাবাসের সময়কাল ঠোঁটের ছোঁয়া পেতে চাইলেই, হাত থেকে কেড়ে নিতো সিগারেট আলতো ছোঁয়ায় দু’টান মেরে বলতো- এই নে একটু আলাদা উষ্ণতা! সমকামিতা শব্দের নাম শুনলেও, তখনো বুঝিনি লেসবিয়ানের মর্মার্থ অথচ ক্যাফেইন নয়, আত্মহত্যার বিপরিতে আমার চাই নিকোটিন, আরো একটু নিকোটিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments