অধিকার
বিশ্বরুপ রায়
বজ্র কর মুষ্ঠি সবার আঘাত হানো আঘাত হানো,
গুঁড়িয়ে দিয়ে রুদ্ধদুয়ার স্ব-অধিকার ছিনিয়ে আন।
অত্যাচারীর রক্ত নয়ন যতই করুক শোষণ-পীড়ন,
জনস্রোতের তীব্র ঘাতে গুঁড়িয়ে দেব ধুলোর সাথে।
যুদ্ধ বিনা দেয়নি কভু সূচাগ্র মেদিনী,
ধ্বংস হবে সদলবলে প্রাচীন সে কাহিনী।
ঔদ্ধত্যের শিখর হতে দম্ভ-ভরা বচন তোর,
চূর্ণ করে রাজ্যে মোরা আনব আবার নতুন ভোর।
গুরুদেবের আসন হতে আজকে মোরা সবাই পথে,
এই খানেতেই লুটাবে তোর দাম্ভিকতার অহংকার।