ঘর
জাহিদুল মাসুদ
ঘর থেকে ঘর নিয়ে বাহির হই
সারাদিন ঘর নিয়ে ঘুরি
এই বিশ্ব-ঘর আমি কেমন করে বই?
ঘর যে আমার উড়তে থাকা ঘুড়ি।
ঢুকতে পারিনা নিজেই নিজের ঘরে
না জানি ঘরে এমন কি আছে
কি রহস্য গূঢ় অন্ধকারে!
নিজেই খুব অচেনা নিজের কাছে।
ঘর নিয়ে আবার ঢুকি ঘরে
চেয়ারে বসি খাটে গিয়ে শুই
ঘর আমার দূর আকাশে ওড়ে
আকাশে কি থাকে আমার দুই?
তোমাকে আমি কেমন করে ছুঁই?