নাটোর নিউজ গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মুর্শিদকে আত্মহত্যায় প্ররোচনাকারী আনিসুর রহমান, ইউপি সদস্য সেলিমসহ অভিযুক্ত সকলের গ্রেফতারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এ ঘটনায় নাটোর আমলী আদালতে ৬ জনের নামে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে নিহত মুর্শিদের বাবা ফজলুল হক।
বুধবার সকালে মশিন্দা মাঝপাড়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন ওই এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রেখে নিহত মুর্শিদের বাবা ফজলুল হক বলেন, প্রতিবেশি আনিসুর রহমানের মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সেই জের ধরে প্রতিবেশি আনিসুর রহমান, ইউপি সদস্য সেলিম সরদার, শিল্পী, আসাদ, রুবেল ও আসিক তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাড়ি থেকে বের হলে তাকে হাত পা কেটে ফেলবে বলেও হুমকি দিয়ে যায়। এ কারনে তার ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহত মুর্শিদের মামা মজিবর রহমান, বেলায়েত হোসেন, মহাসিন, সাইদুল ইসলামসহ আরো অনেকে।