Homeজেলাজুড়েনাটোরে গায়েবি প্রতিষ্ঠানের নামে বীজের ডিলারশীপ

নাটোরে গায়েবি প্রতিষ্ঠানের নামে বীজের ডিলারশীপ

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : অনিয়মের মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠানের নামে বীজ ডিলারশীপ প্রদানের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাটোরের বীজ ডিলাররা।রোববার দুপুরে জেলার ১৭ বীজ ডিলার তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় তারা অভিযোগ করেন,দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান,সংরক্ষণাগার এমনকি কোন অভিজ্ঞতাও নাই এমন অন্তত ৭টি গয়েবি প্রতিষ্ঠানের নামে লাইসেন্স প্রদান করেছে নাটোর বিএডিসি বীজ বিভাগ।

গায়েবি এসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স ব্যবহার করে নকল ও ভেজাল বীজ কৃষকদের মাঝে সরবরাহ করে কৃষিতে বিপর্যয় সৃষ্টি করবে বলে শংকা প্রকাশ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ডিলারা।নাটোর বিএডিসির উপ সহকারি পরিচালক শাহজাহান আলী জানান তাকে হয়রানি করার জন্য ডিলারা এমন অভিযোগ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments