কবি সালেহীন বিপ্লব এর মুখোমুখি
মুখোমুখি
সালেহীন বিপ্লব
এই মোবাইল ফেসবুক আন্তজালের যুগে
ঠিক ঠিক খুঁজে পাব একদিন
তোমার বাড়ির পাশের হলুদ সর্ষেফুল, কলাই শাকের ক্ষেত ফুড়ে গজে উঠবে নেটওয়ার্ক টাওয়ার
জাগতিক সব লেনদেন ভুলে
আড়মোড়া ভেঙ্গে
মিলিত হব অভিসারে
জানি এই বিশ্বায়নের যুগ
কোনো একদিন
ইট পাথর কাঁটাতারের সীমানা মাড়িয়ে মুখোমুখি করবে দুজনকে
একইঘরে অনাবৃতে।