কবি রাজশ্রী বন্দোপাধ্যায় এর ‘ রাহু ‘
রাহু
রাজশ্রী বন্দোপাধ্যায়
কত রাত বুদবুদের মত-
শরীরের গভীরে তোমার অস্তিত্ব টের পেয়েছি
চোয়ালের গোপন রেখাগুলো গভীর খাদের মত দেখায়
পথচারী আগুন পুড়িয়ে দিয়েছে ল্যাম্পপোস্ট, ভিটেমাটি
ভাঁজে ভাঁজে আতশকাঁচ রেখে
নিজেকে গোপন করেছি গোধূলির মত
যত রাত বাড়ে তোমার ছোয়ায়
আমার সমুদ্র সাওতালি টিলায় মাদল বাজতে থাকে
ধীরে ধীরে রাহুটা কখন-
সম্পূর্ণ গ্রাস করে ফেলে চাঁদকে