Homeজেলাজুড়েনাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে ২০২১-২২ খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রনোদনার আওতায় কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জোয়াড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার ২০ জন কৃষককে নাবীপাট বীজ ও দুই হাজার তিনশত টাকা, ৬০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও দুই হাজার আটশত টাকা আর্থিক সহায়তা এবং ৫০ জন কৃষককে মাসকালাই বীজ বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক কৃষককে পরিমাণমতো ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments