কবি মধুছন্দা মজুমদার এর ‘ ঘ্রাণ ‘
ঘ্রাণ
মধুছন্দা মজুমদার
প্রেমিক তুমি যদি নাবিক হতে,
প্রতি বন্দরে থাকতো প্রেমিকা,
একটা কথা তুমিও কিন্তু জানো,
মনের ঘরে বসত করি একা.
তুমিও যখন পাগলপারা হয়ে,
খুঁজছো আমায় অন্য কারোর মাঝে,
প্রেমিক আমার শান্ত হও গো এবার,
আমি আছি ভীষণ তোমার কাছে.
আমার ঘ্রাণ খুঁজে ফেরো তুমি,
আনকোরা এক নতুন বিভাজকায়,
চোখ দুটিকে একটু খানি বুজে,
আমায় পাবে আমের মুকুলিকায়.
আমি বন্য আমি শান্ত শুধু যে আমি তোমার,
রাধিকা তাই চিরটাকাল একা,
কৃষ্ণ তুমি হাজার সখীর মাঝে,
মন দর্পণে রাই কিশোরীর দেখা.
নীল যখন হলুদ রঙে মেশে,
তুমি আমার আমি জুড়েই আছো,
চলো প্রেমিক, হাত ধরেছি তোমার,
প্রেমের মিষ্টি আমেজ নিয়েই বাঁচো.