কবি সুখময় বিপলু এর দুটি কবিতা
সত্যি কি নির্দায় নাট্যকর্মী ও শিল্পীসমাজ?
টানা যুগাধিক ধরে মুক্তিযুদ্ধের বিজয়ী শুভশক্তি করে জনসেবা,
করোনাকালেও দিব্যি ভুরি ভুরি চাল আর বৈদেশিক মুদ্রা হচ্ছে জমা;
সর্বক্ষেত্রে সর্বাধিক সাফল্য-গরবে জাতি ধায় ক্রমেই বিশ্বচূড়ায়।
দেশে এত উন্নয়ন তবু কেন এত বেশি বাড়ে শুধু বিবিধ বৈষম্য?
সর্বোচ্চ চালের দাম, স্বল্পতম মজুরির আজো রয় কেন বাংলাদেশ!?
নিরুত্তর-নির্বিকার দশা দূরে কি নির্দায় নাট্যকর্মী ও শিল্পীসমাজ?
সত্যের দাপট
জীবন সুন্দর মিথ্যে নয় কভু, ররং মৃত্যুর চেয়ে অপরাজেয় মহান সত্য;
মহাবিশ্ব যতকাল আছে টিকে, ততকাল মৃত্যুপেক্ষা রবে জীবনের আধিপত্য।