কবি মধুছন্দা মজুমদার এর ‘ ভালবাসার জন্য ‘
ভালোবাসার জন্যে
মধুছন্দা মজুমদার
মন খারাপের এক বিকেলে হঠাৎ করে,
তোমার সাথে হাত মেলানোর আমন্ত্রণে,
অতীত হলো মনের উড়ান আটকে রাখা,
কোথায় কোথায় হারিয়ে যে যাই মনে মনে।
উপহারের ডালি গুলি রোজ সাজিয়ে,
কান্না হাসি অভিমানের পাগলাঝোড়া,
যত্ন নিয়ে গুছিয়ে রাখা আবেগগুলি,
ভালোবাসার মিষ্টি আবেশ প্যাকেট মোড়া।
ভোরের আলোয় আদরমাখা নরম আমি,
গভীর আমার উৎস খুঁজে পেয়েছো প্রেম?
সোহাগ মাখা খুশি গুলির মিষ্টি ধ্বনি,
সুখশ্রান্ত শরীর দুটো বড্ডো নিঝুম..