কবি দেবাশীষ কুমার সরকার এর ‘ এলোমেলো ‘
এলোমেলো
দেবাশীষ কুমার সরকার
খুব খুব প্রিয়জনের উদ্যেশ্যে,
বৈরী বিরুদ্ধ পরিবেশে শুধুই বেঁচে থাকার মোহে বিলিয়ে দেওয়া অস্তিত্বের পরাজয় ঘটে সেই ভালোবাসার-ই কাছে।
ভালোবাসি বন্ধু – কিন্তু মনে রেখো – চোখের নোনা জলই সমাধান নয়, নয় আমার মুক্তির পথ,
আমি কি আগ্নেয় লাভা উদগীরনের মতো ফেটে পড়তে চাই.? …… কি জানি!
কতো কাল আর আলো দেখি নাতো..!..মনে হয় আমি কি বেঁচে আছি ?
তবু একদিন বিষন্ন আকাশে আমার অপ্রকাশিত
পান্ডুলীপি গুলো থেকে আমাদের কাহিনীগুলো সেলুলয়েডের ফিতায়
প্রণয় লীলায় মত্ত হয়ে ছড়িয়ে যাবে সাবধানী জীবনের স্রোতে।