কবি জায়েদ হোসাইন লাকী এর ‘ আত্মহত্যার আগে তোমার ঠোঁটে চুমো খেতে চাই ‘
আত্মহত্যার আগে তোমার ঠোঁটে চুমো খেতে চাই
জায়েদ হোসাইন লাকী
পুরোনো ফ্রিজের মতো ক্রমশ আমি একা হয়ে যাচ্ছি। আমাকে ঘিরে রেখেছে অচেনা রাতের ভয়ানক আততায়ী আঁধার। মোমের আলো জ্বেলে কোনো নারীই আমার শবযাত্রায় যেতে রাজি হয়নি। আমার জীবনে কোনো বনলতা সেন নেই, নেই আরতী বা অরুন্ধতী। আছে কিছু অচেনা মনুষ্য গুল্মলতা। পুরোনো ফ্রিজটির সাথে তাই আমার সখ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে। আমিও প্রতিদিন ফ্রিজটির মতোই পুরোনো হয়ে যাচ্ছি। প্রিয়তমা, আমার কিছুই চাইবার নেই, যাস্ট আত্মহত্যার আগে তোমার ঠোঁটে একটি চুমো খেতে চাই।