বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে ইউপি সদস্য আঃ হামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অভিযোগ উঠেছে।শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ৪/৫টি শেয়াল,সাপ মেরে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় রীতিমত আপলোডও করা হয়।আর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আঃ হামিদ উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ০২ নং ওয়ার্ড সদস্য এবং মৃত আঃ রহমানের পুত্র।
এলাকাবাসি সুত্রে জানা যায়, চারিদিকে অতিবৃষ্টির কারনে খাল বিল পানিতে ভরে গেছে।সেজন্য বন জঙ্গল ছেড়ে লোকালয়ের আশেপাশে ঘোরাঘুরি করছে শেয়াল,সাপ,খরগোসের মত কিছু বন্যপ্রানী।আর এগুলো ইউপি সদস্য হামিদ কয়েকজন এলাকাবাসিকে সাথে নিয়ে পিটিয়ে হত্যার পর বেশ আনন্দ উল্লাসে মেতে উঠেছে।এভাবে বন্যপ্রাণী নিধন করতে থাকলে বিলুপ্ত হবে নানা প্রজাতের প্রাণী।
ইউপি সদস্য আঃ হামিদ বন্যপ্রাণী হত্যার কথা স্বীকার করে বলেন শেয়াল কয়েকজনকে কামড়িয়েছিল সেজন্য হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোমিন আলী বলেন-বন্যপ্রানী নিধনের কোন সুযোগ নাই।সে বন্যপ্রাণী হত্যা করে ভুলই করেছে।
তবে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ রাহাত হোসেন বলেন- বন্যপ্রাণী নিধনের কোন সুযোগ নাই। ইউপি সদস্য আঃ হামিদ বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে অবগত নয়।এরকম ঘটনা আর ঘটাবেন না বলে সে আমাদের কাছে অঙ্গীকার করেছে।ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।