জীবনবোধের কবি সালেহীন বিপ্লব এর ‘ কারুফাঁস ‘
কারুফাঁস
সালেহীন বিপ্লব
বাবাকে পাইনি
দাদাই শিখিয়েছে কৃষকের কারুকাজ
কিভাবে পোয়াল পালার মাথা বানাতে হয়
কাদাজল থেকে কিভাবে নিঙড়াতে হয়
সোনাজল জীবনকাব্য
খলিশা ডাঙ্গা এখনো ফিরিয়ে
দেয় ভাবুক কবি হতে
ফড়িঙ শিকারের কৈশোর
ফসলের ক্ষেত থেকে
আগাছা উপড়ে ফেলার মন্ত্রও রক্তে আশৈশব
এখন আনলিমিটেড কোম্পানি শেখায়
ক্ষেতের মাজরা পোকা বিছা পোকা নাকি
চেপে ধরছে আমার গণতন্ত্রের(!) গলা