কবি সুজিত ঘোষ এর ‘ যদি ভুলে যাই তোমাকে আমি ‘
যদি ভুলে যাই তোমাকে আমি
সুজিত ঘোষ
যদি ভুলে যাই তোমাকে আমি
সে হবে মৃত্যু সুখের মত
প্রেমিকার মিষ্টি ঘ্রাণে এখন ফুটে না গোলাপ
ঝরে শুধু ঝর্নার জল।
যদি ভুলে যাই তোমাকে আমি
বুকের ভেতর জমাট বাঁধা কষ্ট গুলো
সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে যেত নীরবে
ঢেউয়ের শব্দে বুকের কান্না গুলো শব্দহীন।
যদি ভুলে যাই তোমাকে আমি
নিদ্রাহীন রাতে মাতাল বেশে আর
নিশি পাওয়া মানুষের মত ধীরে ধীরে ধ্বংস
হতে যাওয়া থেকে নিজেকে গুছিয়ে নেব।
যদি ভুলে যাই তোমাকে আমি
তোমার দেখানো স্বপ্ন গুলো আর
করবে না আমায় জ্বালাতন
আমার বিলীন হওয়া পৃথিবী
দেখাবে নতুন করে বাঁচার আশা।
যদি ভুলে যাই তোমাকে আমি
বিষাক্ত ছোবলের উন্মাদনার নেশায়
নিজেকে নিঃশেষ হতে হবেনা
মুক্তমনে দ্বিধাহীন কোন অন্ত পাণে
নিজেকে সমর্পণ করবো।